ল্যাপটপ ব্যাটারির বেস্ট পারফরম্যান্স

আরিফ বিন নজরুল
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৩

বর্তমান ডিজিটাল যুগে ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী। অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা, বিনোদন কিংবা ভ্রমণ—সবকিছুতেই ল্যাপটপ যেন হাতের মুঠোয় এক বিশাল পৃথিবী। কিন্তু ব্যবহারকারীদের অন্যতম বড় দুশ্চিন্তা হলো ব্যাটারির আয়ু। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, নতুন ল্যাপটপ কিছুদিন পরই আগের মতো ব্যাকআপ দেয় না। আসলে ব্যাটারি ঠিকভাবে ব্যবহার না করার কারণেই এর স্থায়িত্ব দ্রুত কমে যায়। অথচ কিছু সহজ নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারিকে দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব।

বিজ্ঞাপন

প্রথমেই জানা দরকার, আধুনিক ল্যাপটপে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। এগুলো পুরোপুরি চার্জ ফুরিয়ে যাওয়া বা শতভাগ চার্জ হয়ে দীর্ঘ সময় বিদ্যুতের সঙ্গে যুক্ত থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির চার্জ সবসময় ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখাই উত্তম। অর্থাৎ একেবারে শেষ হয়ে যাওয়া পর্যন্ত ব্যবহার না করে মাঝপথে চার্জ দেওয়া এবং পুরো ১০০ শতাংশে দীর্ঘ সময় ধরে না রাখাই বুদ্ধিমানের কাজ।

এছাড়া অনেকেই ল্যাপটপে গেম খেলার সময় বা ভারী সফটওয়্যার চালানোর সময় চার্জার লাগিয়ে রাখেন। এতে তেমন সমস্যা না হলেও দীর্ঘ মেয়াদে ব্যাটারির ওপর চাপ পড়ে। তাই ভারী কাজের সময় মূল পাওয়ারে ল্যাপটপ ব্যবহার করে মাঝে মাঝে ব্যাটারি খুলে রাখা বা চার্জিং কন্ট্রোল সেটিংস ব্যবহার করা ভালো। বর্তমানে অনেক ল্যাপটপে ‘Battery Health Mode’ বা ‘Smart Charging’ অপশন থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে চার্জকে নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ন্ত্রণ করে ব্যাটারিকে সুরক্ষিত রাখে।

তাপমাত্রাও ব্যাটারির স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ল্যাপটপ সবসময় সমতল ও বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় ব্যবহার করা উচিত। বিছানা বা কুশনের ওপর রাখলে ভেন্ট বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। প্রয়োজনে কুলিং প্যাড ব্যবহার করা যেতে পারে। আবার সরাসরি রোদ বা আর্দ্র পরিবেশ থেকেও ল্যাপটপকে দূরে রাখা জরুরি।

আরেকটি বিষয় হলো—সফটওয়্যারের সঠিক ব্যবহার। অনেক অপ্রয়োজনীয় অ্যাপ, অটোস্টার্ট প্রোগ্রাম বা উজ্জ্বল স্ক্রিন সেটিংস ব্যাটারির চার্জ অযথা ক্ষয় করে। স্ক্রিন ব্রাইটনেস মাঝারি রাখা, ব্লুটুথ ও ওয়াইফাই অপ্রয়োজনে বন্ধ রাখা এবং পাওয়ার সেভিং মোড চালু করলে ব্যাটারির ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়।

সবশেষে বলা যায়, ল্যাপটপের ব্যাটারি কোনো যন্ত্রাংশ নয় যে একবার কিনে ফেললেই বছর বছর একই পারফরম্যান্স দেবে। এটি যত্নের দাবি রাখে। সঠিক চার্জিং অভ্যাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সফটওয়্যারের সঠিক ব্যবহার—এই তিনটি বিষয় মেনে চললে ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে আর আপনার ডিজিটাল জীবনও চলবে নিরবচ্ছিন্ন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত