
বিমান দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল
দোয়া ও মোনাজাতে তারা মহান আল্লাহর কাছে স্মরণকালের ওই ভায়বহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া ও মোনাজাতে তারা মহান আল্লাহর কাছে স্মরণকালের ওই ভায়বহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এদেশের জনগণ এদেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মত তাদের সকল চক্রান্ত নষ্ট করে দিব।

মসজিদুল জামিআ’য় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকাল থেকে ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা কামনা করা হয়।