সম্প্রতি ছাত্রদলের রামু উপজেলা শাখার আহ্বায়ক সানাউল্লাহর নেতৃত্বে ইয়াবার চালান লুটের একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লুটের সেই ইয়াবা বিক্রির ২৮ লাখ টাকা স্থানীয় ছাত্রদল ও বিএনপির অন্তত ২৩ নেতাকর্মী ভাগাভাগি করে নেন।
মাদারীপুরের কালকিনিতে যুবদল ও ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।