
মামলা করতে না চাইলেও কছির উদ্দিনের শাস্তি চান শিশু সাজিদের বাবা
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কছির উদ্দিনের জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে গত বুধবার দুপুরে পড়ে যায় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের প্রায় ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাতে মাটির প্রায় ৪৫ ফুট নিচ থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ (২) ওই গ্রামের রাক


















