আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মামলা করতে না চাইলেও কছির উদ্দিনের শাস্তি চান শিশু সাজিদের বাবা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)
মামলা করতে না চাইলেও কছির উদ্দিনের শাস্তি চান শিশু সাজিদের বাবা

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কছির উদ্দিনের জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে গত বুধবার দুপুরে পড়ে যায় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের প্রায় ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাতে মাটির প্রায় ৪৫ ফুট নিচ থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ (২) ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

রোববার যোগাযোগ করা হলে রাকিবুল ইসলাম বলেন, আমাদের সবার কথা যে আল্লাহর মাল আল্লাহই নিয়েছে। সাজিদের মৃত্যুর পর কছির উদ্দিনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিচার চেয়েছিলেন—স্মরণ করালে রাকিবুল বলেন, ঠিক আছে ভাই। এ কথা বলার মানে, এই কথা থেকে যেন গোটা দেশ সতর্ক থাকে। এই ভুলটা যেন আর কেউ না করে। আমার বাচ্চাটা যেভাবে গেছে ভাই, সবাই যদি একটু আগে থেকে সচেতন হয়; তাহলে ইনশাআল্লাহ এই ক্ষতিটা হবে না। আমার দ্বারা যাতে আর দশজনে শিক্ষাটা পায়।

মামলা না করতে কোনো চাপ আছে কি না জানতে চাইলে রাকিবুল বলেন, আমার ওপর কোনো চাপ নেই। কারণ গোটা দেশ আমাদের পক্ষে আছে। কোনো চাপ নাই।

কছির উদ্দিন কিছু বলেছে কি না, প্রশ্ন করলে বলেন, না ভাই। উনি এখনো আসে নাই। ওনার সঙ্গে আমি এখনো যোগাযোগ পাই নাই। উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

কছির উদ্দিন এক সময়ে বিদেশে থাকতেন। তিনি বিগত দিনে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। কছিরের সঙ্গে পলাতক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানীর ঘনিষ্টতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

তবে, তার ভাই আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন জামায়াতের রোকন। কছির উদ্দিন দেশে ফেরার পর পানির ব্যবসা শুরু করেন।

বছরখানেক আগে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই আরও একটি নলকূপ বসাতে বোরিং (গর্ত) করেন কছির উদ্দিন। তবে মাটির প্রায় ১২০ ফুট গভীরে যাওয়ার পর সেখান থেকে পাথর উঠতে থাকে। এ জন্য পরপর তিনটি স্থান বোরিং করান। তারপরও পানির সন্ধান পাওয়া যায়নি। সেই পরিত্যক্ত গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জামিনুর রহমান বলেন, শিশু সাজিদের মায়ের কান্না সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বরেন্দ্র অঞ্চলের পানি শাসনব্যবস্থা’ নিয়ে গবেষণা চলছে। গভীর নলকূপের পরিত্যক্ত গর্ত বা অনুমোদনহীন নলকূপের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে আমরা কাজ করছি।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বিএমডিএ ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ অরক্ষিত নলকূপ বন্ধে জরুরি ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন এই প্রসঙ্গে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বিষয়টা শুনেছেন বলেও জানান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। কছির উদ্দিনের খোঁজ চলছে। তবে, থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

এছাড়াও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেচ কমিটির সভাপতি নাঈমা খান বলেন, কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অভিযুক্ত কছির উদ্দিন গত বুধবার থেকেই আত্মগোপনে। তাই তার সঙ্গে কথা বলা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন