
সামিট এলএনজি টার্মিনালের ২৫০তম এসটিএস ট্রান্সফার মাইলফলক অর্জন
সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রা.) লিমিটেড (''এসএলএনজি'') গর্বের সঙ্গে জানিয়েছে, প্রতিষ্ঠানটি সফলভাবে তার ২৫০তম শিপ-টু-শিপ (এসটিএস) অপারেশন সম্পন্ন করেছে। বিশ্বমানের নিরাপত্তা এবং অপারেশনাল উৎকর্ষের প্রতি অবিচল প্রতিশ্রুতির ফলেই এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।





