আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার
সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নামে থাকা লুক্সেমবার্গে কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিনিয়োগকৃত সম্পদের মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো বা ৫৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ১শ ১৮ টাকা।

বিজ্ঞাপন

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। দুদক আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। অনুসন্ধানে জানা যায়, লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের নামে এ সম্পদ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে চলতি বছরের ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে। এছাড়া গত ১১ মার্চ তাদের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দেন বিচারক। যার বাজার মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন