
প্রকাশ পেল সালমার ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’
প্রকাশ পেল এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার নতুন গান ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেওয়ান জসীম। গানটিতে সালমার সহশিল্পী সজীব শান। গানটির সংগীতায়োজন করেছেন সাজন খান। আসিফ আহসান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।




