
এবার চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা দিলো সিঙ্গাপুর
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে ইসরাইলি নাগরিক মেইর মোর্দেচাই এটিঙ্গার, এলিশা ইয়েরেড, বেন-জিওন গোপস্টেইন এবং বারুচ মারজেলের কর্মকাণ্ড বেআইনি এবং ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে।























