
বাঁশখালীর সাগরতীরের ঝাউবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
বঙ্গোপসাগরের তীর ঘেঁষে পশ্চিম বাঁশখালীর গন্ডামারা, বাহারছড়া, রত্নপুর ও খানখানাবাদ সীমানায় জেগে ওঠা বেলাভূমিতে খুলে দিতে পারে পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার। এখানে গড়ে উঠেছে মনোমুগ্ধকর ঝাউবন। যা সবার দৃষ্টি কেড়ে নেয়।








