
গাকৃবিতে জলবায়ু সহনশীল সয়াবিন নিয়ে রিভিউ কর্মশালা
জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষিকে টিকিয়ে রাখতে আমাদের প্রয়োজন এমন ফসল, যা পরিবেশগত চাপ মোকাবেলা করে ভালো ফলন দিতে পারে। সয়াবিন শুধু খাদ্য ও তেলের উৎস নয়, এটি পশুখাদ্য ও পুষ্টি উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


