পরিবহন সংকটে সিলেটে সয়াবিন তেলের ঘাটতি

সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৭: ০৮

পরিবহন সংকটে সিলেটে সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ডিসি মুরাদ বলেন, সয়াবিন তেলে উৎপাদনে কোনো সংকট নেই বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা। পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। কিন্তু সরবরাহের কারণে বাজারে ঘাটতি দেখা দিয়েছে।

কোম্পানির প্রতিনিধিরা বলেন, পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। আগে ঢাকা থেকে পাথর নিতে আসা খালি ট্রাক দিয়ে সিলেটে তেল সরবরাহ করা হতো। কিন্তু এখন আর খালি ট্রাক পাওয়া যাচ্ছে না। এছাড়া বসুন্ধরা, এস আলমসহ পাঁচটি কোম্পানি সিলেটে সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতেও ঘাটতি দেখা দিয়েছে। তবে অন্যান্য কোম্পানি এই ঘাটতি পূরণ করতে পারবে বলেও জানিয়েছেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত