ব্রিটিশ-বাংলাদেশী এই লেখক লেখেন, আজ থেকে এগার বছর আগে আপনাকে হারিয়েছি , কিন্তু একদিনের জন্যও আপনাকে ভুলিনি। বাবা -মার জন্য যে দোয়াটি আপনিই আমাকে মুখস্থ্য করিয়েছিলেন , প্রতি ওয়াক্ত নামাযের পর সে দোয়া করার সময় আপনার এই সুন্দর হাসিটি মনের কক্ষে ভাসে। জীবনে অনেক সংগ্রাম করেছেন।
বিগত ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ভূতাপেক্ষ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়।