
অষ্টগ্রামে ১ লিটার দুধ ১৩ হাজার টাকা
শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন জনৈক কৃষক। সেই দুধ জুম্মার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে দু’শত টাকা দাম হাঁকেন এক মুসল্লী।

