
প্লে অফে ম্যানসিটি
অপেক্ষা বাড়ল রিয়াল-বায়ার্নের
শঙ্কা দূর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। অন্যদিকে সরাসরি শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। নক আউট পর্বের জন্য অপেক্ষা বেড়েছে তাদের।

প্লে অফে ম্যানসিটি
শঙ্কা দূর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। অন্যদিকে সরাসরি শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। নক আউট পর্বের জন্য অপেক্ষা বেড়েছে তাদের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের দুই শীর্ষ দল বার্সেলোনা ও লিভারপুল। যদিও এই পর্বে নিজেদের শেষ ম্যাচটি ভালো যায়নি তাদের। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে বার্সা। অন্যদিকে হেরেছে অলরেডরা।

রোনালদোর রেকর্ড ভাঙতে আর মাত্র চার গোল করতে হবে ভিনিসিয়াসকে। নামের পাশে ৯৯ গোল নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে সালজবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন তারকা উইঙ্গার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দিবাগত রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব। এদের মধ্যে জয় পেয়েছে কেবল রিয়াল। বাকি দুই দলের সঙ্গী হয়েছে পরাজয়।