রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার আশা ভিনিসিয়াসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২১: ৪৫

রিয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল সেঞ্চুরির দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার রোনালদো নাজারিওকে ছাড়িয়ে লস ব্লাংকোসদের জার্সিতে সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার হতে চান তিনি।

১০৪ গোল করে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলেন এই কিংবদন্তি স্ট্রাইকার।

বিজ্ঞাপন

রোনালদোর রেকর্ড ভাঙতে আর মাত্র চার গোল করতে হবে ভিনিসিয়াসকে। নামের পাশে ৯৯ গোল নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে সালজবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন তারকা উইঙ্গার। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫-১ গোলে জেতে রিয়াল। স্বাগতিকদের জয়ের দিনে দুই গোল করেন ভিনিসিয়াস।

ম্যাচ শেষে ভিনিসিয়াস বলেন, ‘আমি রিয়ালের হয়ে গোল করতে পারলেই খুশি থাকি। এই জার্সিতে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আমি তারচেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করছি আমি আরও গোল করতে পারব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত