শেষটা ভালো হলো না বার্সা-লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১০: ২০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের দুই শীর্ষ দল বার্সেলোনা ও লিভারপুল। যদিও এই পর্বে নিজেদের শেষ ম্যাচটি ভালো যায়নি তাদের। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে বার্সা। অন্যদিকে হেরেছে অলরেডরা।

বিজ্ঞাপন

লিগ পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচে বেনফিকাকে হারিয়ে সরাসরি রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে বার্সা। তাই শেষ রাউন্ডের আগে অনেকটা নির্ভার ছিল কাতালানরা। সে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে আতালান্তার বিপক্ষে ম্যাচে দুইবার এগিয়ে যায়। এরপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে বার্সার হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রোনালদ আরাহো। এদেরসন ও প্যাসালিসের গোলে ম্যাচে ফেরে আতালান্তা।

পিএসভি আইন্দহোভেনের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। এই হারের পরও টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। ফিলিপস স্তাদিওনে লিভারপুলের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন কোডি গাকপো ও এলিয়ট। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন বাকায়োকো, সাইবারি ও পেপি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত