চ্যাম্পিয়ন্স লিগ: ম্যানসিটি-বায়ার্নের হারের রাতে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯: ২৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দিবাগত রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব। এদের মধ্যে জয় পেয়েছে কেবল রিয়াল। বাকি দুই দলের সঙ্গী হয়েছে পরাজয়।

বিজ্ঞাপন

সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে সরাসরি শেষ ষোলতে খেলার আশা টিকিয়ে রাখল সাদা জার্সিধারীরা। সান্টিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের জয়ের দিনে জোড়া গোল করেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদের ক্লাবটির হয়ে বাকি গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। সাত ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ১২ পয়েন্ট।

পার্ক দে প্রিন্সেসে গিয়ে পিএসজির বিপক্ষে জয়ের আভাস দিয়েছিল ম্যানসিটি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর ৫০ ও ৫৩ মিনিটে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ডের কল্যাণে দুইবার এগিয়ে যায় সফরকারী দল। অবশ্য ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি পিএসজি। ৬০ মিনিটের মধ্যে দেম্বেলে ও বারকোলার কল্যাণে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। ৭৮ মিনিটে প্রথমবারের মতো নেভেসের গোলে এগিয়ে যায় তারা। যোগ করা সময়ে গনসালো রামোস লক্ষ্যভেদ করলে জয়ের ব্যবধান বাড়ে পিএসজির। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ২২ এ অবস্থান পিএসজির। অন্যদিকে ২৫ এ নেমে গেছে সিটিজেনরা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে গার্দিওলার দল।

ফেয়নুর্দের কাছে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন। যদিও ম্যাচের ফলে মাঠের পারফরম্যান্স ফুটে উঠবে না। প্রতিপক্ষের মাঠ ডি কুইপ স্টেডিয়ামে ম্যাচজুড়ে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেয় বায়ার্ন। কিন্তু নিজেদের অসংখ্য ভুল এবং রক্ষণের ব্যর্থতায় হার নিয়ে ফিরতে হয়েছে তাদের। স্বাগতিকদের জয়ের দিনে জোড়া গোল করেন জিমেনেস। বাকি গোল করেন উয়েদা। হারলেও সরাসরি পরের পর্বে খেলার আশা টিকে আছে বায়ার্নের। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ১৫ তে আছে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত