
কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার
বৃহস্পতিবার রাতে একজন নির্বাচন কমিশনার এ তথ্যটি নিশ্চিত করেন। আমার দেশকে ওই কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হবে।

বৃহস্পতিবার রাতে একজন নির্বাচন কমিশনার এ তথ্যটি নিশ্চিত করেন। আমার দেশকে ওই কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হবে।

বৈঠক শেষে হুমায়ন কবীর বলেন, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলেও তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। আজকের বৈঠকের সূচিতে মোট ১১ জন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সকালে মিসেস জিয়ার মৃত্যুর পর শোক বই খোলা হলে আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।