আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দূতাবাসের নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

আমার দেশ অনলাইন

দূতাবাসের নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি দূতাবাসগুলোকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়এই আয়োজনে বিদেশি দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালেয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ব্রিফিং-এ নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে, তা তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন