কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না- সেটা আগেই জানিয়ে রেখেছিলেন কেন উইলিয়ামসন। সে সিদ্ধান্ত পরিবর্তন করেননি এই তারকা ব্যাটার।
বিভিন্ন টুর্নামেন্ট খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। একই কারণে এবার জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ত্রি দেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা ব্যাটার।
নেপথ্যে বিদেশি লিগ
আইপিএলের জন্য জাতীয় দলের হয়ে না খেলার ঘটনা কেন উইলিয়ামসনের জন্য নতুন কিছু নয়। আরও একবার সে পথেই হাঁটছেন এই তারকা ব্যাটার। অবশ্য এবার আর আইপিএল নয়, ইংলিশ কাউন্টি ও দ্য হান্ড্রেডের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন না উইলিয়ামসন।