আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপথ্যে বিদেশি লিগ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন না উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন না উইলিয়ামসন

আইপিএলের জন্য জাতীয় দলের হয়ে না খেলার ঘটনা কেন উইলিয়ামসনের জন্য নতুন কিছু নয়। আরও একবার সে পথেই হাঁটছেন এই তারকা ব্যাটার। অবশ্য এবার আর আইপিএল নয়, ইংলিশ কাউন্টি ও দ্য হান্ড্রেডের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন না উইলিয়ামসন।

টানা দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় ‍চুক্তিতে থাকছেন না উইলিয়ামসন। তাই ব্ল্যাক ক্যাপসদের হয়ে বেছে বেছে সিরিজ খেলবেন তিনি। তারই অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে তাকে পাবে না কিউইরা। আগামী জুলাই-আগস্টে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

মিডলসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট ও চ্যাম্পিয়নশিপ খেলবেন উইলিয়ামসন। অন্যদিকে দ্য হান্ড্রেডে অভিজ্ঞ ব্যাটারের ঠিকানা লন্ডন স্পিরিট। ইতোমধ্যে ইংল্যান্ডে পা রেখেছেন তিনি। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইংলিশ মুলুকে ব্যস্ত সময় পার হবে তার।

উইলিয়ামসন বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জের সাথে সাথে আমাদের যে দৃশ্যপট পরিবর্তিত হয় তা শেখার মতো। কেবল ক্রিকেটার হিসেবেই নয়, জীবনের বিভিন্ন পরিস্থিতিতেও। এই বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি ভাগ্যবান।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন