টি-টোয়েন্টি থেকে অবসরে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২১: ২৫

কেইন উইলিয়ামসন সাদা বলের অধিনায়কত্ব ছেড়েছেন অনেক দিন হলো। কঠিন সেই সিদ্ধান্ত তিনি জানিয়েছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। এরপর থেকেই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দেশের হয়ে আর মাঠে নামেননি। পরিবারের প্রতি দায়িত্ববোধ, ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ত সূচি আর ইনজুরি- এই তিনে মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের দলে এখন হয়ে পড়েছেন অনিয়মিত। খেলছেন বিরতি দিয়ে।

বিজ্ঞাপন

সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসন দর্শক হয়ে ছিলেন চোটের কারণে। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে গুডবাই জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক। অথচ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে হাতে সময় আর মাত্র চার মাস। উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেন ৯৩ ম্যাচে ৩৩ গড়ে ২ হাজার ৫৭৫ রান করে।

টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের অভিষেক হয় ২০১১ সালে। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে। তার সুনিপুণ নেতৃত্বে ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২১ বিশ্বকাপে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর না খেললেও ওয়ানডে ও টেস্টে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করবেন ৩৫ বছরের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলে যাবেন উইলিয়ামসন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত