কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না- সেটা আগেই জানিয়ে রেখেছিলেন কেন উইলিয়ামসন। সে সিদ্ধান্ত পরিবর্তন করেননি এই তারকা ব্যাটার। তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনডেজসি)।
বর্তমানে কাউন্টির দল মিডলসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন উইলিয়ামসন। এরপর লন্ডন স্পিরিটের হয়ে খেলবেন ১০০ বলের টুর্নামেন্ট হিসেবে পরিচিত দ্য হান্ড্রেডে। তাই সতীর্থরা যখন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবেন- তখন উইলিয়ামসনও বাইশ গজে পার করবেন ব্যস্ত সময়। উইলিয়ামসনের মতো ১৫ সদস্যের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তারকা পেসার কাইল জেমিসন। চোটের কারণে দলে জায়গা হয়নি আরেক পেসার বেন সিয়ার্সের। অন্যদিকে দেড় বছর পর দলে ফেরানো হয়েছে হেনরি নিকোলসকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

