
ছাদে ছোট সবুজ উদ্যান
শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজের বাড়ির ছাদে তৈরি করছেন ছাদবাগান। সময়ের সঙ্গে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টিচাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলনমেলায় পরিণত হয়েছে এ ছাদবাগানগুলো।


