
বুমরাহর ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকা ১৫৯ অলআউট
কলকাতার ইডেন গার্ডেনে দিনটি ছিল জাসপ্রিত বুমরাহর। বল হাতে একাই জ্বললেন। ভারতীয় এ পেসার যেন বল নয়, ছুড়লেন আগুনের গোলা। তার দাগানো তোপ সামলাতেই হিমশিম খেয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বুমরাহর ফাইফারের প্রাপ্তির দিনে বোলিংয়ে দাপট দেখিয়ে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে শুভমান গিলের দল।



