চাপমুক্ত রাখতে বুমরাহকে নেতৃত্বে চান না শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪: ০০
রবি শাস্ত্রী ও জাসপ্রিত বুমরাহ, ছবি : বিসিসিআই

ভারতের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা। তাই এখন নতুন অধিনায়ক কে হবেন? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নিজেদের পছন্দের খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে বেছে নিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী যোগ দিয়েছেন সেই তালিকায়। তবে জাসপ্রিত বুমরাহকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চান না ভারতের সাবেক এ কোচ। দেশটির তারকা এ পেসারকে নেতৃত্বের চাপমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় এ ক্রিকেট ধারাভাষ্যকার।

টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন রোহিত। তাই ইংল্যান্ডের সফরকে সামনে রেখে নতুন অধিনায়ক ঠিক করতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আলোচনা হচ্ছে অনেকের নাম নিয়ে। বুমরাহ রয়েছেন লিস্টের ওপরের দিকে। কিন্তু রবি শাস্ত্রীর ভয়, অধিনায়কত্বের গুরুভার তার কাঁধে চাপিয়ে দিলে বোলার বুমরাহকে হারিয়ে ফেলতে পারে ভারত। এ নিয়ে তিনি বলেন, ‘দেখুন, আমার কাছে, (সবশেষ) অস্ট্রেলিয়া সফরের পর নেতৃত্বের জন্য পরিষ্কার পছন্দ হতো বুমরাহ। কিন্তু আমি চাই না জাসপ্রিতকে অধিনায়ক করা হোক এবং এরপর বোলার হিসেবে আমরা তাকে হারিয়ে ফেলি। গুরুতর চোট কাটিয়ে সে কেবলই ফিরেছে। সে আইপিএলে খেলছে, যেটা (বোলারদের জন্য) চার ওভারের ক্রিকেট। এখন তাকে ১০ ওভার, ১৫ ওভার বোলিংয়ের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আমরা চাইছি অধিনায়ক হিসেবে তার ওপর বাড়তি চাপ দিতে।’

এত দিন রোহিতের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বুমরাহ। ভারতকে তিনটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টে নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেয়েছেন একটিতে।

দলপতি হিসেবে তরুণদের গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শাস্ত্রী। শুবমান গিল বা রিশব পন্তকে সুযোগ দেওয়ার পক্ষে সাবেক এ ক্রিকেটার, ‘কাউকে গড়ে তুলতে চাইলে আমি বলব, শুবমানকে ভালো মনে হচ্ছে। তাকে সুযোগটা দেওয়া হোক। তার বয়স ২৫, ২৬ বছর, এমনকি তাকে সময়ও দিতে হবে। রিশবও আছে। এই দুজনের একজনের দায়িত্বটি পাওয়ার অপেক্ষায় আছি, কারণ তাদের বয়স এবং তাদের সামনে অনেক সময় রয়েছে। তাই তাদের শেখার সুযোগ দিন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত