বুমরার না ফেরার প্রত্যাশায় অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯: ২৪
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৭

পিঠের নিচের অংশের ইনজুরিতে সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন হাসপাতালে যেতে হয় জাসপ্রিত বুমরাকে। নিজেদের ভালোর জন্য ম্যাচের বাকি অংশে এই পেসার যেন না খেলতে পারে সে প্রত্যাশায় আছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

টাইমস অভ ইন্ডিয়াকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, স্ক্যানের পর জানা গেছে, ব্যাট করতে সমস্যা নেই বুমরার। তবে বল করতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে তৃতীয় দিন সকালে বুমরাহ’র অবস্থা বিবেচনা করার পর।

বিজ্ঞাপন

বুমরাকে নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘বুমরাহ এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। সে না খেললে আমাদের জন্য ভালো হবে। সে অসাধারণ প্রতিভাবান একজন বোলার। সে না খেললে ভারত অন্য কোনো পরিকল্পনায় হাঁটবে।’

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর মাত্র ১ ওভার বল করেন বুমরা। এরপর বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার।

মাঠ ত্যাগ করার পর ড্রেসিংরুমে ভারতীয় দলের মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে কথা হয় বুমরার। এরপর স্ক্যান করার জন্য সিডনির একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। মাঠ ছাড়ার আগে প্রথম ইনিংসে ১০ ওভার বল করে ৩৩ রান খরচ করেন বুমরা। তুলে নেন ২ উইকেট।

বুমরা মাঠ ত্যাগ করার সময় অজিদের উইকেট ছিল ৫টি। সেরা পেসার উঠে গেলেও স্বাগতিকদের অলআউট করতে বেগ পেতে হয়নি ভারতকে। ১৮১ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় তারা। প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় ভারত। এর আগে প্রথম ইনিংসে সফরকারী দল থামে ১৮৫ রানে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত