বুমরাহর ফাইফারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২৩: ২৮
জাসপ্রিত বুমরাহ

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের এ তারকা পেসার বিদেশের মাটিতে টেস্টে এ নিয়ে ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

ক্রিকেটের এলিট সংস্করণে ভারতের বোলারদের মধ্যে বিদেশের মাটিতে সর্বাধিকবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ডানহাতি এ পেসার। এ রেকর্ড গড়ার পথে বুমরাহ টপকে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ১০৮ ইনিংসে বোলিং করে ১২ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন কিংবদন্তি এ পেস অলরাউন্ডার।

এশিয়ার বোলারদের মধ্যে ‘সেনা’ (এসইএনএ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ডও স্পর্শ করেছেন বুমরাহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত