
জান্নাতের জীবন-সংগ্রাম
জীবনের অন্য নাম সংগ্রাম। জীবন মানেই যুদ্ধ বা লড়াই; কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে, কখনো সময়ের নির্মমতার সঙ্গে। ঝড়-তুফান পেরিয়ে, অন্ধকার ভেদ করে যারা সামনের পথে এগিয়ে চলেন, তাদের গল্প কখনো হার মানার নয়। বরং প্রতিটি পদক্ষেপে তারা লিখে যান বেঁচে থাকার এক নতুন কবিতা।


