মানুষের জীবন-মৃত্যুর এক মুহূর্তেরও নিশ্চয়তা নেই। যেকোনো মুহূর্তে ছোট-বড় বিপদ আমাদের গ্রাস করে নিতে পারে। তাই সব সময় আল্লাহর কাছে জানমালের নিরাপত্তার জন্য দোয়া করা উচিত। মহানবী (সা.) নিরাপত্তার জন্য প্রতিদিন সকাল-সন্ধ্যা চমৎকার একটি দোয়া পড়তেন। অর্থসহ দোয়াটি হলো—
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দিনি ওয়াদুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাযনি মিনবাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি। ওয়া আউজু বিআজামাতিকা আনউগতালা মিন তাহতি।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দীন, দুনিয়া, পরিবার ও অর্থসম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিগুলো ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় রূপান্তরিত করুন। হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন আমার সামনের দিক থেকে, আমার পেছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাঁ-দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে।’ (আবু দাউদ : ৫০৭৪; ইবনে মাজাহ : ৩৮৭১)
প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি পড়া উচিত। আল্লাহ আমাদের জানমাল, সন্তান-সন্ততি ও আত্মীয়স্বজনকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

