রাষ্ট্রপতি রাজোয়েলিনার ফেসবুক পেজে সন্ধ্যা ৭টায় (১৬০০ জিএমটি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা ছিল। কিন্তু তার আগেই রাজধানীতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। সিটি হলের সামনে হাজারো মানুষ পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে জড়ো হয়, কিছু স্থানে সামরিক যানবাহন দেখা যায় বলে এএফপি প্রতিবেদকরা জানান।
তিনি বলেন, ‘স্বার্থপর ও দুর্নীতিবাজ নেতারাই আমাদের রাজনীতিতে টেনে এনেছে। যদি তারা রাজনীতিই চায়, তাহলে সেটাই তারা পাবে। আমরা পরবর্তী নির্বাচনে লড়ব। কারণ, এখন আর পিছু হটার কোনো সময় নেই।’
হঠাৎ করেই আপনাদের চোখে পড়তে পারে ‘অরা’ (Aura) শব্দটি। কিন্তু এটি যে ব্যক্তিত্বের পরিমাপ হিসেবে কেউ কতটা ‘কুল’ বা ‘আনকুল’ তা বোঝায়, সেটি অনুমান করা অন্যদের জন্য বেশ কঠিন। একইভাবে আপনি অনুমানও করতে পারবেন না ‘বেইজড’ (Based) শব্দটি কোনো ব্যক্তির নিজের মতামত বা অবস্থান বজায় রাখার বিষয়টিকে তুলে ধরছে।