ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে। ফলে জনসাধারণের নিরাপদ চলাচলে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। শুধু সাইনবোর্ড মোড়ের ফুটওভার ব্রিজই নয় পুরো সাইনবোর্ড মোড় এখন অবৈধ দখলদারদের দখলে।