সোমবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২১: ৩৭
ছবি: সংগৃহীত

তিতাসের একটি জরুরি লাইন স্থানান্তর কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার ও তিতাস গ্যাস সড়ক। গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল ও মৃধাবাড়ী এলাকার সব শ্রেণির গ্রাহকের। এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত