দুই নারী ফুটবলারকে অনুদান দিলেন নারায়ণগঞ্জের ডিসি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ৪৭

দারিদ্র্যের কারণে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল অ্যাকাডেমির দুই ফুটবলারের খেলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পড়ালেখার পাশাপাশি তাদের ফুটবল চর্চা চালানোর মতো অবস্থা ছিল না পরিবারের। অবশেষে এই দুই নারী ফুটবলার স্মৃতি আক্তার ও আফরোজা আফরিন লামহার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাদের পড়াশোনা নিয়মিত রাখতে আর্থিক অনুদান প্রদান করেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ অক্টোবর) বিকালে নিজ কার্যালয়ে এই দুই নারী ফুটবলারের হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিসি।

ফুটবলার স্মৃতি আক্তার জানান, নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল অ্যাকাডেমির নিয়মিত খেলোয়াড় আমি। বাবা আব্দুল জলিল বেকার, মা মালেকা বেগম গৃহিণী। সম্প্রতি নারায়ণগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাস করেছি। ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাই। কিন্তু বেকার পিতার পক্ষে ভর্তি ফি দেয়া সম্ভব নয়। তাই জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তা প্রার্থনা করি, যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারি। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আফরোজা আফরিন লামহাও নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল অ্যাকাডেমির নিয়মিত খেলোয়াড়। তিনি আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। সংসার চালাতে তার বাবার প্রচণ্ড কষ্ট হয়। ফলে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ফুটবল প্রশিক্ষণও চালানোর মতো অবস্থা নেই।

চেক পাওয়ার পর স্মৃতি আক্তার বলেন, “ডিসি স্যার আমাদের পড়াশোনা ও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।”

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “একজন মেয়েশিশু যদি আর্থিক অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারে, সেটি আমার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। আজ দুইজন প্রমিলা ফুটবলার আমার কাছে এসেছিল। তাদের মাধ্যমে আরও কয়েকজন আর্থিক সংকটে থাকা খেলোয়াড়ের কথা জেনেছি। তাদেরও সাধ্যমতো সহযোগিতা করবো।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত