ছোটবেলা থেকেই তার পশু-পাখির প্রতি ভালোবাসা। ২০২০ সালে এক জোড়া বাজরিগার দিয়ে পোষা পাখি পালন শুরু করলেও এখন তিনি একজন সফল লাভবার্ড ব্রিডার। সম্প্রতি তিনি লাভবার্ড পাখি পোষার জন্য আন্তর্জাতিক বিচারকদের কাছ থেকে গোল্ড মেডেল জয় করেছেন। বছরে তিনি এক থেকে দেড় লাখ টাকার পাখি বিক্রি করেন।
আজকের নারী কেবল ঘর-সংসার সামলেই বসে থাকে না। তারা যেমন চাকরি করে, সংসার সামলায়, তেমনি নানারকম শৌখিন কাজেও পিছিয়ে নেই। খুলনার চন্দ্রিমা তন্দ্রা মুন্সী এমনই একজন নারী। তিনি স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল এক্সাম ভেন্যু রাইটসাইট লিমিটেডে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। সেই কাজের পাশাপাশি