
করবাড়িতে ভিড় বাড়ছে পাখিপ্রেমীদের
দেশের বিখ্যাত পাখিবিদ আল্লামা শিবলী সাদিক আমার দেশকে জানালেন, এরা অতিথি, তবে দেশের বৃহৎ কোনো জলাশয় থেকে আসে। বেশিসংখ্যক পাখিই পরিযায়ী। বিশেষ করে ডিম ও বাচ্চা ফোটানোর জন্য বিল এলাকার কাছাকাছি বাগানে এরা বাসা বাঁধে। বৃষ্টির ওপর নির্ভর করে এলাকা পরিবর্তন করে। মে মাস থেকে নভেম্বর পর্যন্ত এরা ডিম পাড়ে
