পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি)সহ বাংলাদেশ পুলিশের সাতজন কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা পদক পেয়েছিলেন।
পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। আমার প্রস্তাব, এই ব্যর্থতা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করা উচিত।’