আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
সাবেক ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর গুলশানে কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে তুলে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানা পুলিশের উপ-পরিদর্শক মো.মাহফুজুল হক।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে, রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার এই আদেশ দেন।

গতকাল শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে পুলিশের উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২২ জুলাই প্রগতি সরণীতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ নামের ওই শিক্ষার্থী। এ ঘটনায় ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন জুবায়েদের বাবা হুমায়ুন কবীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন