
পেঁয়াজ আমদানিতে শিথিলতা: দৈনিক ২০০ আইপি অনুমোদন
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০ টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০ টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

গত দুইদিনে ভারত থেকে আমদানি করা তিন হাজার টন পেঁয়াজ বাজারে ঢুকেছে। এছাড়া বিপুল পরিমাণ নতুন পেঁয়াজও বাজারে এসেছে। এরপরও রাজধানীর বাজারে সরবরাহ কমে আবারও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখি হয়েছে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়।

দেশের বাজারে দাম বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা-মসজিদ স্থলবন্দর দিয়ে দুদিনে ১ হাজার ৬৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সারা দেশের বাজারে একদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অপরদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আমদানির অনুমতি না দেওয়ায় সিন্ডিকেট করে একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।


কারসাজিতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা





ঈদ সামনে রেখে কেনাকাটা