
কোপা দেল রে
তিন লালকার্ড ও ৫ গোলের থ্রিলার, বিতর্ক, নাটক আর রোমাঞ্চ শেষে শ্রেষ্ঠত্ব বার্সার
ফুটবল দুনিয়ার ভেসে যাওয়ার কথা ছিল ফাইনালের রোমাঞ্চে। লড়াইটা যে ছিল রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার; কিন্তু সে জায়গাটি দখল করে নিয়েছিল রেফারি বিতর্ক। স্পেনের রেফারিরা নাকি সব সময় রিয়ালের বিরুদ্ধে।

