কোপা দেল রে ফাইনাল
এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা আর উন্মাদনা। ফুটবল অনুরাগীদের উত্তাপ আর রোমাঞ্চের ভেলায় ভেসে যাওয়া। ভক্ত-সমর্থকদের সেই মনের ক্ষুধা মেটাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মহারণের এ ম্যাচে থাকছে শিরোপা জয়ের সুযোগ। কোপা দেল রে’র শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে ফাইনালে মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট।