
বাংলাদেশে ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন ও আধুনিক রিসেলার সিস্টেম চালু
বিটিসিএল জানিয়েছে, নতুন ডোমেইন চালুর আগে তিন মাসব্যাপী ‘সানরাইজ পিরিয়ড’ রাখা হয়েছিল। এর মাধ্যমে বিদ্যমান .com.bd ডোমেইন ব্যবহারকারীরা তাদের পরিচিতি রক্ষা করে .bd ডোমেইন সংরক্ষণ করার সুযোগ পেয়েছেন। এই পদক্ষেপের ফলে সম্ভাব্য নাম-সংঘাত এবং সাইবার স্কোয়াটিং প্রতিরোধ করা সম্ভব হয়েছে।




