
জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ একবারই আসে: মুল্ডারকে গেইল
ব্রায়ান লারার রেকর্ড ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল সামনে। কিন্তু ভিয়ান মুল্ডার (৩৬৭*) সুযোগটা নেননি। ক্যারিবীয় কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে মাইলফলকটি ছোঁয়ার চেষ্টাই করেননি দক্ষিণ আফ্রিকার এ টপ-অর্ডার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের এ লিজেন্ড বলছেন, মুল্ডার আসলে বোকামি করে ফেলেছেন।



