জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ একবারই আসে: মুল্ডারকে গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১: ০৮
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১: ২৩
ভিয়ান মুল্ডার

ব্রায়ান লারার রেকর্ড ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল সামনে। কিন্তু ভিয়ান মুল্ডার (৩৬৭*) সুযোগটা নেননি। ক্যারিবীয় কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে মাইলফলকটি ছোঁয়ার চেষ্টাই করেননি দক্ষিণ আফ্রিকার এ টপ-অর্ডার ব্যাটসম্যান। এ কাজে অবশ্য অনেকে তাকে সমর্থন দিচ্ছেন। কিন্তু আবার অনেকে মুল্ডারের এই সিদ্ধান্তটা মানতে পারছেন না। তাদের মতে, রেকর্ডটা তার করা উচিত ছিল। ক্রিস গেইলের মতামত মিলে যাচ্ছে তাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের এ লিজেন্ড বলছেন, মুল্ডার আসলে বোকামি করে ফেলেছেন। তাকে রীতিমতো তুলাধনা করে ছেড়েছেন ‘ইউনিভার্স বস’।

বিজ্ঞাপন

মুল্ডারের সিদ্ধান্তটা মেনে নিতে পারছেন না গেইল। টেস্টে ৩৩৩ রানের দুরন্ত ইনিংস খেলা গেইল বলেন, ‘সোজা কথা, সে ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে। আমি জানি না সে কেন আর খেলতে চায়নি। সে বিশ্বরেকর্ড করত কি না জানি না। কিন্তু ৩৬৭* রানে ডিক্লেয়ার করে সে জানিয়েছে, লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে। শোনো, জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ একবারই আসে। আর সেটা তুমি হেলায় হারিয়েছো।’

কিংবদন্তি হতে হলে রেকর্ড গড়তে হবে। মুল্ডারকে সেটা জানিয়ে দিয়েছেন গেইল, ‘তুমি ৩৬৭* রান করে খেলছিলে। তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল রেকর্ড গড়ার। যদি তুমি কিংবদন্তি হতে চাও তা হলে তো রেকর্ড গড়তেই হবে। নইলে কী ভাবে তুমি কিংবদন্তি হবে?’

মুল্ডার আসলে ভয় পেয়ে গিয়েছিল। এমনটাই বলছেন গেইল, ‘মুল্ডার কখন আবার তিশতরান করতে পারবে, সেটা সে নিজেও বলতে পারবে না। তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। মুল্ডার বলেছে, লারার রেকর্ড অক্ষত রাখার জন্য এটা করেছে। আমার মনে হয় সে ভয় পেয়ে গিয়েছিল। কী করবে বুঝতে না পেরেই বোকার মতো এই সিদ্ধান্ত নিয়েছে।’

জিম্বাবুয়ের মতো ছোট দলের বিপক্ষে লারার রেকর্ড ভাঙতে চাননি মুল্ডার। কারণ লারা রেকর্ডটি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তবে গেইল বলছেন, প্রতিপক্ষ কে সেটা ভাবা উচিত না, ‘এই জিম্বাবুয়ের বিপক্ষেই হয়তো কোনো ম্যাচে মুল্ডার এক রানও করতে পারবে না। তাই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয়। যে দেশের বিপক্ষেই ১০০ রান করো না কেন, সেটা শতরান হিসাবেই ধরা হবে। কার বিপক্ষে করেছো, কেউ দেখবে না। সেখানে তুমি এত বড় সুযোগ হাতছাড়া করছো।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত