কুড়িয়ে পাওয়া সুযোগ বুঝি এভাবেই কাজে লাগাতে হয়!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৩: ০০
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৩: ২৮
দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিন জিম্বাবুয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মুল্ডার, তুলে নিয়েছেন দ্বিশতক। যদিও উদযাপনে ছিলেন বেশ শান্ত শিষ্ট। এটা যেন তার বিনয়কেই প্রকাশ করে

টেম্বা বাভুমার অধীনে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে এই ব্যাটারকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে গেছে প্রোটিয়ারা। বাভুমার না থাকায় অতিথিদের নেতৃত্বের আর্মব্র্যান্ড দেওয়া হয় কেশভ মহারাজকে। কিন্তু বিধিবাম- চোটের কারণে এই স্পিনারও ছিটকে গেছেন প্রথম টেস্টের পর। তাই দ্বিতীয় টেস্টে নেতৃত্বভার দেওয়া হয় উইয়ান মুল্ডারের কাঁধে। কুড়িয়ে পাওয়া সুযোগটার সর্বোচ্চ ব্যবহারই করেছেন এই টপঅর্ডার ব্যাটার। ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছেন তিনি।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৮৮ ওভার। যেখানে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান তোলেছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি ৫.২৮ রেটে রান করেছে সফরকারী দল। শেষ ১০ ওভারে তো তাদের রানের চাকা ছিল আরও গতিময়। এ সময় ৬.৩০ রেটে রান তোলেছে দক্ষিণ আফ্রিকা। অতিথিরা এমন অবিশ্বাস্য একটি দিন পার করেছে মূলত মুল্ডারের কল্যাণে। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। প্রথম দিন শেষে ২৬৪ রানে অপরাজিত আছেন মুল্ডার। ২৫৯ বলে ৩৪ চারের পাশাপাশি তিনটি ছয় মারেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুল্ডার। এতোদিন রেকর্ডটি ছিল হার্বি টেইলের দখলে। ১৯১৩ সালে প্রোটিয়াদের হয়ে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেন টেইলর। ১১২ বছরের সে পুরনো রেকর্ড এবার নিজের দখলে নিলেন মুল্ডার। অধিনায়কত্বে নিজের শুরুর দিনটা এর চেয়ে ভালোভাবে বোধহয় রাঙাতে পারতেন না ২৭ বছর বয়সী ক্রিকেটার।

মুল্ডারের ইতিহাস গড়ার দিনে ব্যাট হাতে কম যাননি ডেভিড বেডিংহাম ও লুয়ান ড্রে প্রিটোরিয়াস। তানাকা চিভাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৮২ রানের ইনিংস খেলেন আগেরজন। প্রিটোরিয়াসের অবদান ৭৮ রান। মুল্ডারের সঙ্গে ১৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন দেওয়াল্ড ব্রেভিস।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৬৫/৪ (৮৮ ওভার); মুল্ডার ২৬৪*, বেডিংহাম ৮২, প্রিটোরিয়াস ৭৮, ব্রেভিস ১৫*; চিভাঙ্গা ২/৮৫

*প্রথম দিনের খেলা শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত