ট্রিপল সেঞ্চুরিতে মুল্ডারের কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৫: ২৪
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫: ২৯

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন উইয়ান মুল্ডার। তাতেই ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই টপঅর্ডার ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন মুল্ডার। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৩১১ রানের ইনিংস খেলেন হাশিম আমলা।

বিজ্ঞাপন

ওয়ানডে মেজাজি ব্যাটিংয়ে প্রথম দিনই ডাবল সেঞ্চুরি হাঁকান মুল্ডার। ২৬৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন এই টপঅর্ডার ব্যাটার। এদিনও শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। ট্রিপল সেঞ্চুরি করতে খেলেন ২৯৭ বল।

টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড। তালিকার শীর্ষে আছেন বিরেন্দর শেভাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে তিনশ রানের কোটায় পৌঁছে যান সাবেক ক্রিকেটার। মুল্ডারের হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ৩৮০ রানের ইনিংস খেলেছেন ম্যাথু হেইডেন। ২০০৩ সালে এই ইনিংস খেলেন অজিদের সাবেক ওপেনার। হেইডেনকে না ছাড়াতে পারলেও এই তালিকার দুইয়ে থাকবেন মুল্ডার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত