বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আমদানিনির্ভর ফলের দাম। ১০ দিন আগেও রাজধানীর বাজারে ভালোমানের মাল্টা কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার তা বিক্রি হতে দেখা গেছে ৪৪০ থেকে ৫০০ টাকায়। একই ভাবে আপেল, বেদানা, আঙুর, কমলা, নাশপাতিও চড়া দামে বিক্রি হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা একথা জানান। তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।