সব আলোচনাকে সত্য প্রমাণ করে সম্প্রতি টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন সন হিউং মিন। তাই কোরিয়ান ফরোয়ার্ডের শূন্যতা পূরণ করতে রদ্রিগো গোজকে আনতে চায় স্পার্সরা- এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার এই দুই জায়ান্ট নিজেদের মধ্যে সরাসরি দলবদলে যায় না। এবার রদ্রিগো ইস্যুতে সে নিয়ম থেকে সরে দাঁড়াচ্ছে কাতালানরা।