সনের বিকল্প হিসেবে রদ্রিগোকে চায় টটেনহাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯: ০০

সব আলোচনাকে সত্য প্রমাণ করে সম্প্রতি টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন সন হিউং মিন। তাই কোরিয়ান ফরোয়ার্ডের শূন্যতা পূরণ করতে রদ্রিগো গোজকে আনতে চায় স্পার্সরা- এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।

প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগোকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন খোদ টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। যেকোনো সময় আক্রমণভাগের এই খেলোয়াড়কে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে লন্ডনের ক্লাবটি।

বিজ্ঞাপন

ব্রাত্য হয়ে পড়ায় রদ্রিগো নিজেও চলমান গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান। গত মৌসুমে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকেই একাদশে অনিয়িমিত হয়ে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, নতুন কোচ জাবি আলোনসোর গুড বুকে নেই রদ্রিগো। তাই মাদ্রিদের ক্লাবটিতে থাকলে নিশ্চিতভাবেই গেম টাইম কমে যাবে তার। এমতাবস্থায় বেশ কয়েকটি ক্লাবের দলবদলের সঙ্গে জড়িয়ে গেছে রদ্রিগোর নাম।

এই তালিকায় এতোদিন ছিল লিভারপুল, বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাব। যদিও দৌঁড়ে এগিয়ে আছে মার্সিসাইডের ক্লাবটি। এবার সন বিদায়ের দ্বারপ্রান্তে থাকায় টটেনহামের দলবদলেও যুক্ত হয়েছে রদ্রিগোর নাম।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত