ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার এই দুই জায়ান্ট নিজেদের মধ্যে সরাসরি দলবদলে যায় না। এবার রদ্রিগো ইস্যুতে সে নিয়ম থেকে সরে দাঁড়াচ্ছে কাতালানরা।
বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় নেই রদ্রিগো। তাই নাকি চলমান গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন রদ্রিগো। তাতেই এই ব্রাজিলিয়ান উইঙ্গারের দলবদলের সঙ্গে জড়িয়ে গেছে বার্সার নাম।
ব্রাজিলের প্রচারমাধ্যম ইউওএল স্পোর্ত জানিয়েছে, রদ্রিগোর দলবদলের ওপর সার্বিক নজর রাখছে বার্সা। আক্রমণভাগের ফুটবলারের সঙ্গে আনু্ষ্ঠানিক বৈঠক না হলেও প্রতিনিধির মাধ্যমে রদ্রিগোর কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বার্সা। ইউওএল স্পোর্ত দাবি করেছে- ক্লাব ছাড়তে চাইলে রদ্রিগোর সঙ্গে দরাদরি করবে বার্সা। এর আগে ২০১৯ সালে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তোস থেকে রদ্রিগোকে দলে ভেড়ায় রিয়াল। শোনা যাচ্ছে, তার জন্য নাকি ১০ কোটি ইউরোর বেশি চাইছে মাদ্রিদের ক্লাবটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

